You have reached your daily news limit

Please log in to continue


করোনায় আক্রান্ত হননি তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ

বুধবার দিল্লি পুলিশের কাছে পাঠানো এক বার্তায় এ দাবি করেছেন তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্ধলভি। একটি বেসরকারি ল্যাবে নিজের করোনা পরীক্ষা করানো পর এ দাবি করেন তিনি। এনডি টিভি, জি নিউজ, এএনআই দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের একটি সূত্র স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, মাওলানা সাদ আমাদেরকে বলেছেন তিনি বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষা করিয়েছেন। এতে তার করোনভাইরাসের উপস্থিতি নেগেটিভ এসেছে। সূত্র জানিয়েছে, আইন অনুযায়ী, আমাদেরকে সব অভিযুক্তের করোনা রিপোর্ট আদালতে উপস্থাপন করতে হয়। আদালতে কোনো বেসরকারি ল্যাবের রিপোর্ট গ্রহণযোগ্য নয়। তাই অভিযুক্তকে এখন যে কোনো সরকারি হাসপাতালে করোনা পরীক্ষা করিয়ে তার রিপোর্ট পুলিশের কাছে জমা দিতে হবে। এর আগে গত মার্চে দিল্লির নিজামুদ্দিন মারকাজ মসজিদে তাবলিগ জামাতের ইজতেমা হয়। সেখানে বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ অংশ নেয়। লকডাউনে নিষেধ অমান্য করেও গণজমায়েত করায় সাদের বিরুদ্ধে দুটি মামলা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন